এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়ে ৪৯.৩ বলে ২৬১ রান করেছে টাইগাররা।মুশফিকুর রহিম করেছেন ১৪৪ রান। মূলত মুশফিকের এই রানে ভর করে ২৬১ রান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ২৬২ রানের লক্ষে এখন ব্যাটিং করছে শ্রীলংকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৪২ রান।
২৬২ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই মেন্ডিসকে সাথে ব্যাট চালাতে থাকেন উপুল থারাঙ্গা। দুই ওভারে তুলে নেন ২২ রান।এরপর মুসাফিজের বলে মেন্ডিস এলবিডব্লিউ আউট হন।ভেঙে যায় ঝড় ব্যাটিংয়ের জুটি।এরপর নিজের দ্বিতীয় ওভারে থারাঙ্গার উইকেট উড়িয়ে দেন মাশরাফি।
পরের ওভারে ডি সিলভাকে এলবিডব্লিউ আউট করেন ম্যাশ। পরপর তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলংকা।সেই বিপর্যয় কাটিয়ে উঠতে কুশল পেরেরা ও ম্যাথুস ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন। কিন্তু তাদের এই দুর্বল ব্যাটিং বেশিক্ষণ করতে দেননি মিরাজ পেরেরাকে এলবিডব্লিউ আউট করে পাঠিয়ে দেন সাজ ঘরে।
টাইগারদের রান করেছেনঃ সাকিব(০), লিটন(০)।তামিম(২)বিশ্রাম,মিথুন(৬৩), মাহমুদউল্লাহ(১), মোসাদ্দেক(১), মাশরাফি(১১), রুবেল (২), মুস্তাফিজ (১০) ও মুশফিক (১৪৪)।
বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম,মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মিথুন আলী,মাশরাফি মর্তুজা (অধিনায়ক),মেহেদি হাসান মিরাজ,,রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, আমিলা আপনসো, দিলরুয়ান পেরেরা।