নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মোবারক হোসেন পারভেজ।
উপজেলার নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নু, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব ভোদন, জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইদুর রহমান লিটন, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবিদ হোসেন সরকার, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রশাদ ভদ্র হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মুনিরুজ্জামান মুনির, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা প্রমূখ।