Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কণ্ঠশীলনের ৯২তম আবর্তনের সাক্ষাৎকার শুক্রবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৭:১৪ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

কণ্ঠশীলন পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিশিক্ষার দ্বানবতিতম (৯২তম) আবর্তনের সাক্ষাৎকার ১৮ই মে ২০১৮ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

 

চার মাসের এই আবর্তনের আবেদনপত্র পাওয়া যাবে ১৭ই মে ২০১৮ তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের তিন তলায়; ২২২ নিউ এলিফ্যান্ট রোড (কাঁটাবন ও বাটা সিগনালের মাঝে), ঢাকা; কারুকর প্রিন্টিং প্রেস, ৩৩০ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট (২য় তলা), কাঁটাবন, ঢাকায়।

এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন মীর বরকত, গোলাম সারোয়ার, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. সৌমিত্র শেখর, ড. আইরিন পারভীন লোপা ও নরোত্তম হালদার প্রমুখ।

অনলাইনেও আবেদন করা যাবে: www.school.kanthoshilon.org

Bootstrap Image Preview