Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদির সড়কে গাড়িচাপায় খাশোগির হত্যাকারীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:১০ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৬:১০ PM

bdmorning Image Preview


সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট থেকে নিখোঁজের ঘটনায় সম্পৃক্ত ১৫ সদস্যের ‘কিলিং স্কোয়াড’র এক সদস্য গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

তুরস্কের দৈনিক ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি রয়্যাল এয়ার ফোর্সের লেফটেন্যান্ট পদমর্যাদার এ কর্মকর্তা ও সন্দেহভাজন ঘাতক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, দুই সপ্তাহে আগে তুরস্কের ইস্তান্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর খাশোগির নিখোঁজের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যাদের নাম প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় ছিলেন সৌদি রয়্যাল এয়ার ফোর্সের লেফটেন্যান্ট মেশাল সাদ মোহাম্মদ আলবোস্তানিও। তবে সন্দেহজনক গাড়ি দুর্ঘটনায় সৌদিতে এই কর্মকর্তা মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

খবরে আরও বলা হয়েছে, সাজানো সড়ক দুর্ঘটনায় মাল আল সাদ আল বাসতানিকে হত্যার মাধ্যমে খাশোগি হত্যার তথ্যপ্রমাণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।এছাড়া ঘাতক টিমের অন্য ১৪ সদস্যের মুখ চিরতরে বন্ধ রাখতে তাকে হত্যা করা হয়েছে বলে পত্রিকাটি মন্তব্য করেছে।

পত্রিকাটি বলছে, গত ২ অক্টোবর বিশেষ বিমানে করে যে ১৫ জন ব্যক্তি সৌদি আরব থেকে ইস্তাম্বুলে এসেছিলেন তাদের মধ্যে সাদ আল বাসতানিও ছিলেন।



তুরস্কের সরকারপন্থী এই দৈনিকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, কনস্যুলেট ভবনটিতে জিজ্ঞাসাবাদের সময় খাশোগিকে নির্যাতনের একটি অডিও রেকর্ড তারা পেয়েছে। কিন্তু তুরস্ক সরকার এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইউরোপীয় প্রধান মিত্রদের কাছে খাশোগিকে হত্যার কোনো অডিও অথবা ভিডিও প্রমাণ হিসেবে তুলে ধরেনি।

গত সপ্তাহে তুরস্কের অপর দৈনিক ডেইলি সাবাহ এক প্রতিবেদনে সৌদি আরবের ১৫ সদস্যের একটি ছবি প্রকাশ করে।

এতে দাবি করা হয়, রাজপরিবারের কট্টর সমালোচক ও নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দিনে সৌদি আরব থেকে ১৫ সদস্যের একটি দল তুরস্কে উড়ে আসে। সৌদির রাজধানী রিয়াদ থেকে ব্যক্তিগত বিমানে করে আতাতুর্ক বিমানবন্দরে আসে।

আলবোস্তানিকেও এই ১৫ সদস্যের সঙ্গে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ছবিতে দেখা যায়। পরে সেখান থেকে ইস্তান্বুলে সৌদি কনস্যুলেট ভবনে যায় তারা। তবে ১৫ সদস্যের এই ঘাতক টিমে তার দায়িত্ব কী ছিল, তা স্পষ্ট নয়। তবে হত্যাকাণ্ড সম্পর্কে তিনি অবহিত ছিলেন।

Bootstrap Image Preview