Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বাংলাদেশের অর্ধেক মানুষ আর্জেন্টিনা, বাকিরা ব্রাজিল’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ১১:২১ PM
আপডেট: ০৯ জুন ২০২২, ১১:২১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গেল দুই দিনে বাংলাদেশে টক অব দ্য কান্ট্রি বিশ্বকাপ ট্রফি। দুই দিনের সফরে তৃতীয়বারের মতো বাংলাদেশ ভ্রমণে আসা এই ট্রফি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। এদিকে, শুধু ট্রফি নয়, সঙ্গে আরও চমক হিসেবে এসেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু।

সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে সাক্ষাতের পর বৃহস্পতিবার (৯ জুন) গণমাধ্যমের মুখোমুখি হন কারেম্বু। যেখানে নিজের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতার পাশাপাশি উঠে এসেছে নানা প্রসঙ্গ। কারেম্বু ছাড়াও ট্রফি ট্যুরের স্পন্সরড কোকা-কোলার কর্মকর্তা এবং বাফুফের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ফুটবল সমর্থক নিয়ে প্রশ্নোত্তরের এক পর্যায়ে কারেম্বু বলেন, বাংলাদেশের অর্ধেক মানুষ আর্জেন্টিনার আর বাকি অর্ধেক ব্রাজিলের সাপোর্টার। হয়তো ইংল্যান্ডেরও কিছু সমর্থক থাকতে পারে। তবে ফ্রান্সের (হাসি) সাপোর্টার নেই।

বাংলাদেশের আতিথেয়তা নিয়েও কথা বলেন কারেম্বু। তিনি বলেন, যে কোনো দেশ ভ্রমণে গেলে আমি সেখানকার পরিবেশসহ সবকিছু নিয়ে জানার চেষ্টা করি। এখানকার আবহাওয়া গরম (হট)। তবে মানুষজন অতিথিপরায়ন।

বিশেষ করে এ দেশের মানুষের ফুটবল নিয়ে আলাদা আবেগের কথাও বলতে ভুলেননি কারেম্বু। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। সবাই খেলাধুলা নিয়ে অনেক আন্তরিক।

এদিকে, সফরে এসে সুমিষ্ট ফল আম খাওয়ার কথাও উল্লেখ করেছেন কারেম্বু। এছাড়া আবারও ২০২৬ সালে বাংলাদেশে আসতে চান বলেও জানিয়েছেন।

এর আগে প্রেস মিটের শুরুতে কথা বলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি হাসতে হাসতেই বলেন, কিছুটা দেরিতে সংবাদ সম্মেলন শুরু করার জন্য দুঃখিত। আসলে ট্রাফিক জ্যামের অবস্থা সবাই জানেন। তিন উপায়ে এখানে এসেছি। প্রথমে প্রাইভেট কার এবং পরে মোটর বাইকে করে আর শেষমেশ হেঁটে। বিশ্বকাপ ট্রফি নিয়ে আসার জন্য কোকা-কোলা এবং ফিফাকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে, কোকা-কোলার কর্মকর্তা শাটার বাংলাদেশকে নিয়ে আশার কথা বলেছেন। তিনি বলেন, হয়তো ২০২৬ কিংবা ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ। যেহেতু আগামী আসর থেকে দল সংখ্যা বাড়ছে। ৪৫ দলের বিশ্বকাপ হবে। আর তাই ভালো সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনি নিজের একটি অভিজ্ঞতাও শেয়ার করেন। 

এদিকে, সফরে এসে সুমিষ্ট ফল আম খাওয়ার কথাও উল্লেখ করেছেন কারেম্বু। এছাড়া আবারও ২০২৬ সালে বাংলাদেশে আসতে চান বলেও জানিয়েছেন।

এর আগে প্রেস মিটের শুরুতে কথা বলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি হাসতে হাসতেই বলেন, কিছুটা দেরিতে সংবাদ সম্মেলন শুরু করার জন্য দুঃখিত। আসলে ট্রাফিক জ্যামের অবস্থা সবাই জানেন। তিন উপায়ে এখানে এসেছি। প্রথমে প্রাইভেট কার এবং পরে মোটর বাইকে করে আর শেষমেশ হেঁটে। বিশ্বকাপ ট্রফি নিয়ে আসার জন্য কোকা-কোলা এবং ফিফাকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে, কোকা-কোলার কর্মকর্তা শাটার বাংলাদেশকে নিয়ে আশার কথা বলেছেন। তিনি বলেন, হয়তো ২০২৬ কিংবা ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ। যেহেতু আগামী আসর থেকে দল সংখ্যা বাড়ছে। ৪৫ দলের বিশ্বকাপ হবে। আর তাই ভালো সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনি নিজের একটি অভিজ্ঞতাও শেয়ার করেন। 

বলেন, ট্রফি ট্যুরের অংশ হিসেবে আমরা গার্মেন্টস কর্মীদের সঙ্গে দেখা করেছিলাম। যারা বিশ্বকাপের বিভিন্ন দলের জার্সি বানানোর কাজে নিয়োজিত আছে। তাদের মধ্যে একজন পোশাকশ্রমিক জানিয়েছেন, এখন বিশ্বের বিভিন্ন দলের জন্য জার্সি বানাচ্ছেন তারা। তবে একসময় নিজের দেশের জন্যও জার্সি বানাতে চান। 

Bootstrap Image Preview