Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছুটি বাতিল করে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চায় সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ০২:১৯ PM
আপডেট: ১২ মার্চ ২০২২, ০২:১৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিসিবিতে নতুন নাটক। দক্ষিণ আফ্রিকা সিরিজেও নিজেকে এভেইলেবল বলে জানিয়েছেন সাকিব আল হাসান। শনিবার বিসিবি ভবনে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এর আগে তাকে দুই মাসের ছুটি দেওয়ার কথা জানিয়েছিল সাকিব।

এর আগে আজ (শনিবার) দুপুরে হঠাৎ করেই মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেছেন সাকিব-পাপন। দুপুর ১২.৩০টায় মিরপুরের বিসিবি ভবনে প্রবেশ করেন ক্রিকেট বোর্ড সভাপতি পাপন। তার মিনিট দশেক পরই হাজির হন সাকিবও।

সাকিবকে নিয়ে জল ঘোলা হচ্ছে বেশ। কিছুদিন আগে বিসিবিকে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। যেখানে জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না। এরপর শুরুতে রাজি হলেও পরে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না বলেও জানান তিনি। সাকিবের ওই প্রস্তাব আমলে নিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

তবে গুঞ্জন আছে, বোর্ডের কাছে সাকিব প্রস্তাব করবেন, এই সময়ে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান তিনি। এনিয়ে আলোচনা হতে পারে পাপনের সঙ্গে।

এই বৈঠকে সাকিব-পাপন ছাড়াও উপস্থিত আছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক। 

ভবিষ্যতে সাকিব কোন ফরম্যাটে খেলতে চান আর কোনটিতে খেলতে চান না, তা নিয়েই জানতে চায় বোর্ড। এদিকে গতকাল সাকিবকে তিন ফরম্যাটে রাখার কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল নান্নু।

তিনি বলেছেন, ‘এ বছর আমাদের অনেক খেলা আছে। আগামী এক বছর আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। ২০২২ সালে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই। আশা করছি, রিফ্রেশ হয়ে ফিরে এসে সাকিব তিন ফরম্যাটেই খেলবে।’

এদিকে সাকিব বিশ্রাম চাইলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খেপে যান। প্রিয় শিষ্যের এমন আচরণে চটেন বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তিনি বলেছিলেন, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে এমনটা করতে পারেন না কোনো খেলোয়াড়ই। তাই খেলতে না চাইলে অবসর নাও।

Bootstrap Image Preview