Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪০ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪০ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে কানেটিকাটে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় পাশে ছিলেন স্ত্রী এলাইন টেলর।

বিবিসির খবরে বলা হয়, ১৯৫৮ সালে ‌‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে গেছেন এ অভিনেতা। ‘‌দ্য সাউন্ড অব মিউজিক’‌-এর ক্যাপ্টেন ভন হিসেবেই তাকে চেনে সারাবিশ্ব। তবে ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সব থেকে বেশি জনপ্রিয়তা দিয়েছিল।

ক্রিস্টোফার প্লামার ২০১২ সালে ‘‌বিগিনার্স’‌ ছবির জন্য ৮২ বছর বয়সে অস্কার পেয়েছিলেন। ৮৮ বছর বয়সে অল ‘দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি। ১৯৯৯ সালে ‘‌দ্য ইনসাইডার’‌, ২০০১ সালে ‘‌আ বিউটিফুল মাইন্ড’ তার কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি।

Bootstrap Image Preview