Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা সংকটের সমাধানে সায় দিবে না রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


রোহিঙ্গা সংকটের সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব করা হলে তা সমর্থন করবে না রাশিয়া। রং দেশটি মনে করে, এ সংকট সমাধানে বাংলাদেশ-মিয়ানমার যে চুক্তি স্বাক্ষর করেছে, সেটি বাস্তবায়ন হওয়া উচিত।

বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগন্যাটোভ এসব কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ৪৭ বছর’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

সেমিনারে ইগন্যাটোভ বলেন, ‘ব্রিটেন প্রস্তাবিত রেজ্যুলেশনটি আমরা ১ শতাংশও সমর্থন করি না। তার পরও এটি গৃহীত হলেও মনে হয় না ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হবে। এ বিষয়ে অনেক দেশের অনেক অবস্থান থাকলেও আমরা চীনের নীতিতে সমর্থন করি। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে বিষয়টি দ্রুত সমাধান হবে না; বরং আরও বেশি সমস্যা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।’

রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ-মিয়ানমার যে চুক্তি স্বাক্ষর করেছে, সেটি বাস্তবায়ন হওয়া উচিত বলে মন্তব্য করে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘রাখাইনে সংঘটিত সহিংসতার সত্যিকারের অনুসন্ধান হওয়া উচিত। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

Bootstrap Image Preview