Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ক্লাব প্রেসিডেন্টের অবহেলায় রিয়াল ছেড়েছি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১১:৩০ AM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview


এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পরেই মুখ খুললেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এক ফরাসি ম্যাগাজিনে বিস্ফোরক বার্তা দিলেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদে তিনি অপরিহার্য নন, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মুখে এই কথা শোনার পরেই না কি রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন সিআর সেভেন।

রাশিয়া বিশ্বকাপের পর সবাইকে অবাক করে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। তখন রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছিল, রোনালদো নিজেই আর ক্লাবে থাকতে চান নি। একটি ফরাসি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বিষয়টিকে মিথ্যে বলে দাবি করেছেন। ফ্লোরেন্তিনো পেরেজের জন্যই নাকি রিয়াল ছাড়তে হয়েছে তাঁকে। পর্তুগিজ সুপারস্টারের কথায়, " তিনি (পেরেজ) আমাকে শুধু একটা বাণিজ্যিক পণ্য হিসেবেই দেখতেন। আমি জানি, আমাকে তিনি যখন যা বলেছেন, কোনওটাই মন থেকে বলেননি।"

পাশাপাশি রোনাল্ডো আরও জানান, "ক্লাবের দিক থেকেই অবহেলাটা বুঝতে পারছিলাম। বিশেষ করে পেরেজের কাছ থেকে। আমি বুঝতে পারছিলাম তারা আর আগের মতো আমাকে চায় না ক্লাবে।এমন ভাব করত যে আমাকে না হলেও চলবে তাদের। আমি কী বোঝাতে চাইছি, আশা করি বুঝতে পারছেন।" রোনালদোকে পেতে যেখানে ইউরোপের বড় বড় সব ক্লাব মরিয়া ছিল, সেখানে রিয়াল সভাপতির এমন আচরণে রোনালদো ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে টাকার জন্য যে তিনি রিয়াল ছাড়েননি সেটাও সাক্ষাত্কারে স্পষ্ট করে দিয়েছেন।

Bootstrap Image Preview