Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘অস্ত্র বিক্রির জন্য ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্ক সৃষ্টি করছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির জন্য ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বৈরুতে সমর্থকদের উদ্দেশে টেলিভিশনের মাধ্যমে দেওয়া ভাষণে এ ধরনের মন্তব্য করেন তিনি।

হাসান নাসরুল্লাহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন উপায়ে আরব দেশগুলোর সঙ্গে প্রতারণা করছেন। যার একটি উপায় হচ্ছে আরব দেশগুলোর সামনে ইরানকে ভয়ানক বিপদ হিসেবে তুলে ধরা।

তিনি আরো বলেন, মাত্র ১২ মিনিটে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বলে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, আরব দেশগুলোর সঙ্গে প্রতারণা করাই ওই মন্তব্যের উদ্দেশ্য।

তিনি আরো বলেন, আরব দেশগুলোর রাজা-বাদশাহদের ক্ষমতায় টিকিয়ে রাখার প্রলোভন দেখিয়ে দেশগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র হাতিয়ে নিচ্ছে।

Bootstrap Image Preview