Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তি প্রতিষ্ঠায় ইসরাইলে প্রতিনিধি পাঠানোর পরামর্শ দিলেন সৌদি আলেম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঘনিষ্ঠ একজন আলেম ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেরুজালেম আল কুদস বা বায়তুল মোকাদ্দাস ভ্রমণ করার জন্য দেশটির ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রধান মোহাম্মদ বিন আব্দুল কারিম ঈসা নিউইয়র্কে মুসলিম বিশ্ব এবং আমেরিকার মধ্যে সাংস্কৃতিক বন্ধন শীর্ষক বার্ষিক সম্মেলনের অবকাশে এ বিতর্কিত মন্তব্য করেন।

ঈসা বলেন, আমাদের এমন একটি শান্তি মিশন পাঠানো উচিত, যারা ইব্রাহিম (আ.)-এর তিন ধর্মের অনুসারী হবেন। তারা মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অনুসারী হবেন এবং তাদের জেরুজালেমের পবিত্র স্থানগুলো পরিদর্শনে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, তাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তাদের অভিন্ন লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং শান্তির সমাধান বের করার জন্য তাদের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। তবে প্রতিনিধিদলে কোনো রাজনৈতিক নেতা নয়, বরং ধর্মীয় নেতাদের উপস্থিতি থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসসহ প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে শত্রুতা বজায় রাখছে সৌদি আরব। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে আসছে হামাস।

Bootstrap Image Preview