Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'রাশিয়ার সাবমেরিনগুলো মারাত্মক হুমকি ও ভয়ঙ্কর'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৩৫ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ার সাবমেরিনগুলোকে নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মনে করছে মার্কিন নৌবাহিনী। নবনির্মিত এসব সাবমেরিনের তৎপরতায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ইউরোপে মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জেমস ফোগো।

রুশ সাবমেরিনগুলো নতুন করে প্রস্তুত করা এবং সেগুলোকে অত্যন্ত ক্ষমতাধর ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রসজ্জিত করা হচ্ছে। ফলে এগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও হামলার সক্ষমতা অত্যন্ত কার্যকর।

গত শুক্রবার ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নৌ কমান্ডার বলেন, সমুদ্রের নিচে রাশিয়ার যে শক্তি রয়েছে, তা সত্যিকারের হুমকি। তিনি রাশিয়ার সঙ্গে সাবমেরিন যুদ্ধ নিয়ে অনেক বেশি আতংকিত বলেও জানান অনুষ্ঠানে।

Bootstrap Image Preview