Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সবচেয়ে জটিল নির্বাচনের দেশে ভোট গ্রহণ চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১১:১৭ AM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১১:২০ AM

bdmorning Image Preview


জটিল প্রশাসনিক ও ক্ষমতাকে ঘিরে বিশ্বের সবচেয়ে জটিল নির্বাচনের দেশ বসনিয়া ও হার্জেগোভিনায় ভোট গ্রহণ শুরু হয়েছে। রাজনৈতিক বিভেদ, জটিল প্রশাসনিক কাঠামো ও ক্ষমতাকে ঘিরে পৃথক সরকার ব্যবস্থার লড়াই বসনিয়া ও হার্জেগোভিনায় আজ ভোট শুরু হচ্ছে।

বসনিয়া ইতিহাসে এটি অষ্টম জাতিয় সাধারণ নির্বাচন। কেন্দ্র, দুই স্বতন্ত্র সরকার, ক্যানটন ও ডিস্ট্রিক্ট অব ব্রিচকোতে এই নির্বাচন হবে। কেন্দ্রীয় প্রেসিডেন্ট (তিনজন), কেন্দ্রীয় পার্লামেন্ট, দুই অংশের অ্যাসেম্বলি, ব্রিচকো ও সার্ব স্বতন্ত্র অংশ রিপাবলিকা স্রেপ্সকার প্রেসিডেন্ট নির্বাচন হবে।

এবারের জাতিয় নির্বাচনে অংশ নিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কতৃক মনোনীত ৫৩টি দল, ৩৬টি জোট ও ৩৪ স্বতন্ত্র প্রার্থী। দেশটির ভোটার সংখ্যা ৩৩ লাখ ৫২ হাজার ৯৩৩ জন। তিন সদস্যের কেন্দ্রীয় প্রেসিডেন্সি পর্ষদের জন্য প্রার্থী হয়েছেন ১৫ জন। এর মধ্যে বসনীয় আসনের জন্য ছয়জন, ক্রোয়েট আসনের জন্য পাঁচজন এবং সার্বীয় আসনের জন্য চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনের ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ইউরো (৪০ কোটি ৫৫ লাখ টাকার বেশি)।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে ডেটন চুক্তির মাধ্যমে সাড়ে তিন বছরের যুদ্ধের অবসান ঘটে। ওই যুদ্ধে লাখো লোকের প্রাণহানি ঘটেছে। স্থানচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

এই চুক্তির মাধ্যমে দেশটিকে দুটো আধা স্বতন্ত্র শাসনে বিভক্ত করা হয়েছে, যা একটি দুর্বল কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত। এই সরকার বিভক্তিগুলোকে আরো প্রতিষ্ঠিত করেছে এবং বসনিয়াকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।

Bootstrap Image Preview