Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্ককে 'এফ-৩৫' যুদ্ধবিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১০:০৭ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১০:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সর্বাধুনিক 'এফ-৩৫' যুদ্ধবিমান পাচ্ছে তুরস্ক। আগামী বছর যুক্তরাষ্ট্র এ বিমান সরবরাহ করবে বলে জানিয়েছেন এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্পের প্রধান। এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি।

প্রকল্পের প্রধান ভাইস অ্যাডমিরাল ম্যাট উইনটার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তুরস্কের জন্য এফ-৩৫ তৈরি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে দুটির বেশি বিমান সরবরাহ করা সম্ভব হবে।

মোট ১০০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল তুরস্ক। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনার ফলে এ বিমান সরবরাহ করা নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উইনটার বলেন, চুক্তি অনুযায়ী বিমান সরবরাহ করা হবে। এক্ষেত্রে কোনো পরিবর্তনের সুযোগ নেই।

Bootstrap Image Preview