Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাইফউদ্দিনের ব্যাট ভেঙে দায় নিচ্ছে না এস এ পরিবহন: খাগড়াছড়িতে বয়কটের ডাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০৩:০৪ PM
আপডেট: ০২ জুলাই ২০২১, ০৩:০৪ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটগুলোকেও প্রস্তুত করছিলেন। দুটো ব্যাট ঠিকঠাক ও টিউনিং করার জন্য কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস এ পরিবহনের মাধ্যমে  রাজশাহীতে পাঠিয়েছিলেন। ঠিক তো হলোই না, বরং ফিরে পেলেন ভাঙা ব্যাট! এমন কাণ্ড ঘটিয়ে এস এ পরিবহন বলছে ‘এটা দুর্ঘটনা’।

বিষয়টি নিয়ে হতাশ সাইফউদ্দিন। ভাঙা ব্যাটের ছবি দিয়ে নিজের ফেসবুকে লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটো ব্যাট ঠিকঠাক করতে ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে পাঠিয়েছিলাম। কিন্তু ঠিক হওয়ার পরিবর্তে ব্যাটের এই অবস্থা। কিন্তু দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এজন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট দুটো প্রস্তুত করতে রাজশাহীতে পাঠিয়েছিলাম। কিন্তু আমার দুর্ভ্যাগ্য। ওরা ব্যাট দুটো ভেঙে ফেলেছে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। সাকিব ভাইয়ের কাছ থেকে নেওয়া একটা ব্যাটের দাম ৪০ হাজার টাকা, আরেকটার মূল্য ৩৫ হাজার টাকা। কিন্তু এস এ পরিবহন আমার ব্যাট ভেঙে ফেলে। এখন তারা বলছে এটা দুর্ঘটনা।’

সাইফউদ্দিন আরও যোগ করে বলেছেন, ‘যেহেতু তারা ব্যাট ভেঙেছে, দায় তো তাদের নিতেই হবে। কিন্তু তারা নানা অজুহাত দেখাচ্ছে। এখন লকডাউন চলছে, কদিন পর জিম্বাবুয়ে সফরে যাব। এখন কী করবো বুঝতে পারছি না। তাদের মাধ্যমে যেহেতু ব্যাটটা নষ্ট হয়েছে, তাই দায় তো তাদেরই নেওয়া উচিত।’

এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে মৌসুমি ফল পরিবহনে এসএ পরিবহনের লাগামহীন ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। খাগড়াছড়িতে এস এ পরিবহন বয়কটের ডাক দিয়েছে খাগড়াছড়ির আপামর জনসাধারণ। গত সোমবার (২৮ জুন) সকাল ১০টায় খাগড়াছড়ি শাপলা চত্ত্বরে সচেতন খাগড়াছড়িবাসীর ব্যানারে এস এ পরিবহন বয়কটের এ ডাক দেওয়া হয়। এছাড়াও অন্যান্য কুরিয়ারে নির্ধারিত চার্জের বাহিরে টাকা নেওয়া হলে তাদেরকেও বয়কট করার হুশিয়ারি দেওয়া হয়।

খাগড়াছড়িতে কুরিয়ার সার্ভিসগুলো অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় করছে ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা প্রশাসন মৌসুমি ফল আম পরিবহণে এস এ পরিবহণ ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি নতুন মূল্য তালিকা নির্ধারণ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসের মালিকানাধীন এসএ টিভি প্রতিহিংসার অংশ হিসেবে জেলা প্রশাসককে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করেন। যার কোন সত্যতা পাওয়া যায়নি। প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সচেতন খাগড়াছড়িবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়িবাসী। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নানান শ্রেণী-পেশার জনসাধারণের অংশগ্রহণ ছিল চোঁখে পড়ার মত।

সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়িতে এস এ পরিবহনের স্বেচ্ছাচারিতায় জনসাধারণ অতিষ্ঠ। দুই মাস পার হলেও অনেকের মালামাল এখনো বুঝিয়ে দিতে পারেনি এস এ পরিবহন কর্তৃপক্ষ। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত চার্জ অমান্য করে বাড়তি টাকা নিচ্ছে এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ারের মত প্রতিষ্ঠানগুলো। এছাড়াও কুরিয়ারে বুকিং দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকেরা। সময়মত পন্য ডেলিভারি না দিয়ে দেরিতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে গাড়িতেই মৌসুমি ফল আম নষ্ট হয়ে যাচ্ছে বলে বক্তব্যে জানিয়েছেন ভুক্তভোগীরা। বক্তারা আরও বলেন, ভুক্তভোগীদের অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসন যখন জনসাধারণের পাশে দাঁড়িয়েছে তখন এসএ পরিবহনের মালিকানাধীন এসএ টিভি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং উদ্দ্যেশপ্রণোদিত সংবাদ প্রচার করেছে। আমাদের পাশে দাঁড়ানোয় জেলা প্রশাসকের মানহানি হবে এমনটা আমরা হতে দিতে পারিনা। এস এ পরিবহন ও এসএ টিভি কর্তৃপক্ষকে অনতিবিলম্বে জেলা প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে এস এ পরিবহনের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এসময় আয়োজক কমিটির সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন কায়েশ, মেহেদী হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক রনজিৎ দে, খাগড়াছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. আবু তাহের, খাগড়াছড়ি জাগো সংগঠনের সভাপতি নয়ন বড়ুয়া, সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টচার্য, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ, এডভোকেট হেমন্ত ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview