Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুখোমুখি দাঁড়ালেন মোদি-মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২১, ১১:৫৬ AM
আপডেট: ২৮ মে ২০২১, ১১:৫৬ AM

bdmorning Image Preview


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মধ্যে তুমুল দ্বন্দ্ব দেখা যায়। একে অপরের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য রাখেন। শেষ পর্যন্ত মোদির বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসে মমতার তৃণমূল।

আবারও মুখোমুখি অবস্থানে তারা। এবার তাদের দেখা হচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’কে কেন্দ্র করে।

সদ্য শেষ হওয়া ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে বেশ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেই যাচ্ছেন নরেন্দ্র মোদি। শুক্রবার (২৮ মে) আকাশপথে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় যাবেন তিনি।

তারপর ভদ্রক ও বালেশ্বরের পাশাপাশি তিনি পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অঞ্চল ঘুরে দেখবেন। সেখান থেকে পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার মমতা নিজেই এই বৈঠকের কথা জানান।

বিধানসভা ভোটের পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদি।

Bootstrap Image Preview