Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রসববেদনায় কাতর গাভীর পেট থেকে ৭১ কেজি বর্জ্য অপসারণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১১:২০ PM
আপডেট: ০৪ মার্চ ২০২১, ১১:২০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


প্রসববেদনায় কাতর একটি গাভীর পেট থেকে ৭১ কেজি বর্জ্য অপসারণ করেছেন একদল পশু চিকিৎসক। তবে শেষ রক্ষা হয়নি। বাছুর ও গাভী কাউকেই বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে।

ভারতজুড়ে অসংখ্য গরু রাস্তায় উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায়। এর সংখ্যা প্রায় ৫০ লাখ। দিন দিন এ সংখ্যা বাড়ছে। রাস্তার পাশে ডাস্টবিন থেকে খাবার খুঁজে নেয় এসব গরু। আর এভাবেই রাস্তার বর্জ্য চলে যায় পশুর পেটে।

ফরিদাবাদের অ্যানিমেল ট্রাস্টের প্রেসিডেন্ট রবি দুবে জানান, গাভীটির পেট অস্বাভাবিক ফোলা ছিল। গত ২১ ফেব্রুয়ারি গাভিটির অস্ত্রোপচার করা হয়। ৪ ঘণ্টার অস্ত্রোপচারে পেট থেকে ৭১ কেজি বর্জ্য অপসারণ করা হয়। এর মধ্যে প্লাস্টিক, ছোট লোহার টুকরা, পেরেক, মার্বেলসহ নানা জিনিস ছিল।

রবি দুবে বলেন, ‘গাভীটির পেট বর্জ্যে পূর্ণ থাকায় বাছুরটির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছিল। এ কারণে আমরা নির্দিষ্ট সময়ের আগেই প্রসব করানোর সিদ্ধান্ত নিই। কিন্তু বাছুরটিকে বাঁচানো সম্ভব হয়নি। এর তিন দিন পর মারা যায় গাভীটি।’

Bootstrap Image Preview