Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারে বিক্ষোভে গুলি, একদিনে নিহত ৩৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ০৯:৩৬ AM
আপডেট: ০৪ মার্চ ২০২১, ০৯:৩৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে একদিনেই পুলিশের গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

বুধবার (৩ মার্চ) কয়েকটি শহরে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এদিন মিয়ানমারের কয়েকটি শহরে বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিহতদের মধ্যে দুজন কিশোর রয়েছেন বলেও জানা গেছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টাইন শ্রানার বারগেনার বুধবারের ঘটনাকে ‌‘রক্তাক্ত দিন’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩ মার্চ) কিছু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। কোনও সতর্কতা ছাড়াই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালান। এর মধ্যে মিয়ানমারের কেন্দ্রস্থল মনিয়ায় গুলিতে ৪ জন নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন।

এছাড়া মান্দালি, ইয়াঙ্গুন এবং মিনগিয়ানেও বিক্ষোভের ঘটনা ঘটে। ইয়াঙ্গুনে একটি বিক্ষোভে গুলিতে ১৯ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

Bootstrap Image Preview