Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিজের শেষ টেস্টে থাকছেন না সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩৩ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


ইনজুরির কারণে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। চট্টগ্রামে প্রথম টেস্ট চলাকালীন দ্বিতীয়বারের মতো চোট পেয়েছিলেন তিনি। ফলে প্রথম টেস্টের শেষ দিকে বোলিং-ফিল্ডিং করতে পারেননি। সাকিবের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

এর আগে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে চলাকালীন কুঁচকিতে চোট পান সাকিব আল হাসান। কিছুদিন বিশ্রামে থেকে অবস্থার উন্নতি হলে খেলতে নামেন প্রথম টেস্টে। প্রথম ইনিংসে ব্যাটিং করলেও, বোলিংয়ে নেমে বাধে বিপত্তি। ৬ ওভার বোলিং করার পর আবারো কুঁচকিতে চোট পান। স্ক্যান করার পর নিশ্চিত হওয়া যায় তার চোটের বিষয়টি। এর ফলে আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তার খেলা হচ্ছে না। তবে সাকিবের পরিবর্তে দলে কাউকে ডাকা হবে কি না, এ বিষয়ে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।

এদিকে শেষ টেস্ট খেলতে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছেছে বাংলাদেশ ও উইন্ডিজ দল। দুই বছর আগে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও এবার অন্তত সিরিজ হারতে হবে না ক্যারিবিয়ানদের।

Bootstrap Image Preview