Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফল রিভিউয়ের সুযোগ পাবে অসন্তোষ শিক্ষার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১, ০৪:২৫ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২১, ০৪:২৫ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা ছাড়াই আজ (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফল নিয়ে কোনো উত্তীর্ণ শিক্ষার্থী অসন্তোষ হলে ফল রিভিউয়ের সুযোগ পাবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফলাফলে কারো আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন। ফল প্রকাশের পর রিভিউয়ের পদ্ধতি নোটিশ জানিয়ে দেয়া হবে।

এর আগে শনিবার সকাল ১০টা ৪৮ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল প্রকাশ হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এ ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত বছরে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ওই বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে। সেই ঘোষণার অংশ হিসেবে তিনটি বিল জাতীয় সংসদের পাশ করা হয়। আর আজ সবাইকে মূল্যায়নের মাধ্যমে পাশ দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

Bootstrap Image Preview