Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে হাসপাতালের করোনা ইউনিটে আগুনে কমপক্ষে ৮ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৩:১২ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০, ০৩:১২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন মেশিনে আগুন লেগে কমপক্ষে আটজন রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) প্রদেশের এই ঘটনাটি সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের কোভিড -১৯ নিবিড় পরিচর্যা ইউনিটে ঘটে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, কোভিড -১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি উচ্চ-প্রবাহ অক্সিজেন থেরাপি মেশিনে আগুন লাগার ফলে এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের পর সেখানে চিকিৎসাধীন বাকি ১৪ করোনা রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যুইটারে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন। তিনি জানান যারা প্রাণ হারিয়েছেন এবং আহত লোকদের দ্রুত সুস্থতা কামনায় তাদের প্রতি আল্লাহর রহমত কামনা করেছেন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করেছে। প্রাণঘাতী এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview