Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌরিতানিয়ায় নৌকা ডুবে ৫৮ শরণার্থী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview


আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মৌরিতানিয়ায় অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে এখন পর্যন্ত অন্তত ৫৮ শরণার্থীর প্রাণহানি হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর) হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটা এই দুর্ঘটনার সময় নৌকাটিতে কমপক্ষে ১৫০ জনের অধিক আরোহী ছিলেন। তবে শরণার্থীবাহী নৌকাটি ডুবে যাওয়ার পর ৮৩ জন নিরাপদে তীরে আসতে সক্ষম হন।

পরবর্তীকালে জীবিত শরণার্থীদের উদ্ধারের পর স্থানীয় আশ্রয় শিবিরে নিয়ে যায় মৌরিতানিয়া কর্তৃপক্ষ। উদ্ধারকৃত লোকজনের দাবি, বেশকিছু নারী ও শিশুসহ শরণার্থী বহনকারী নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া উপকূল থেকে ইউরোপ যাওয়ার জন্য রওনা করেছিল।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এরই মধ্যে তাদের উত্তরাঞ্চলীয় নুয়াধিবৌ শহরের হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও গাম্বিয়া কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে গাম্বিয়ার প্রায় ৩৫ হাজারের অধিক নাগরিক ইউরোপে পাড়ি দিয়েছেন।

Bootstrap Image Preview