Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফাঁকিবাজির জন্য ১ লাখ ৮০ হাজার ইউরো জরিমানা এমবাপের 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview


গত বছর অক্টোব মাসের কথা। ম্যাচের আগে টিম মিটিংয়ে দেরি করে আসেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। তবে তিনি একা দেরি করে আসেননি সঙ্গে দেরি করিয়েছেন সতীর্থ আদ্রিয়ান রাবিওতঁকে।

 যার জন্য এই দুই জনকে  ১ লাখ ৮০ হাজার ইউরো  জরিমানা করেছে তাদের ক্লাব। ফাঁকিবাজি করার জন্য এত বড় অর্থের জরিমানা গুনতে হবে এটা হয়তো স্বপ্নেও ভাবেনি তাঁরা। 

দুজনের কাছ থেকে প্রাপ্ত জরিমানার অর্থ জমা করা হবে পিএসজি ফাউন্ডেশনে। অভিযোগ ও জরিমানা- দুটোই মাথা পেতে নিয়েছেন ২০ বছর বয়সী এমবাপে এবং রাবিওতঁ। কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়নি।


 

Bootstrap Image Preview