Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলেদের জালে ধরা পড়লো বিশাল শাপলাপাতা মাছ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৩ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতে জেলেদের জালে ধরা পড়েছে তিনটি অক্টোপাস এবং দুটি বিশাল আকারের শাপলাপাতা মাছ। বড় মাছটির ওজন প্রায় ৩০০ কেজি। সেটি ধরা পড়েছে দিঘার মৎস্যজীবী ভুবন বেরার ট্রলারে।

শুক্রবার সকালে দেশটির দিঘা মোহনায় শাপলাপাতা মাছ বিক্রির জন্য আনা হয়।

জেলেরা বলছেন, ধরার সময় অক্টোপাসটি জীবিত ছিল। তাই সেটিকে সৈকতে এনে ‘দিঘা মেরিন অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। অ্যাকোয়ারিয়াম থেকে প্রতিনিধিরা এসে অক্টোপাসটিকে নিয়ে যান। আপাতত সেটিকে অ্যাকোয়ারিয়ামেই রাখা হয়েছে।

এদিকে শাপলাপাতা মাছটি একটি বেসরকারি সংস্থা নিলামে ৪৫ হাজার টাকায় কিনে নিয়েছে। ওই মাছটির ওজন প্রায় ২৫০ কেজি।

অক্টোপাসটির ওজন এক কেজি। এগুলি সিফালোপড প্রজাতির। সাধারণত এক বছর বাঁচে এরা। ভারত এবং প্রশান্ত মহাসাগরের গভীরে এদের দেখা মেলে।

Bootstrap Image Preview