Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে সব খাবার প্রতিদিন খেলে দ্রুত বয়স বেড়ে যায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১১:৪৩ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১১:৪৩ AM

bdmorning Image Preview


কিছু কিছু খাবার আছে যা প্রতিদিন খেলে চেহারায় বয়সের ছাপ পড়ে। চির তারুণ্য ধরে রাখতে এসব খাবার খাওয়া উচিত নয়।

অ্যালকোহল জাতীয় তরল পানীয়: অতিরিক্ত মদ্যপান করলে শরীরের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং খনিজের পরিমাণ কমে যায়। এছাড়া শরীরে পানিশূন্যতাও দেখা দেয়। তার প্রভাব পড়ে ত্বকের উপর। ফলে চেহারায় বয়সের ছাপ পড়ে।

চিনি: খাবারে বেশি পরিমাণে চিনি খেলে শরীরের মেটাবলিজম কমে যায় এবং কোলেস্টরল বৃদ্ধি পায়। ফলে মুখে বলিরেখার ছাপ স্পষ্ট হয়ে যেতে পারে।

লবণ: অতিরিক্ত পরিমাণে লবণ খেলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। ফলে যকৃৎ-এর সমস্যা, রক্তচাপ বৃদ্ধি প্রভৃতি রোগও দেখা দেয়। যার প্রভাব ত্বকের উপর পড়ে।

মাংস: যেকোনো মাংসে অতিরিক্ত মাত্রায় সম্পৃক্ত ফ্যাট থাকে। ফলে নিয়মিত বেশি পরিমাণ মাংস খেলে শরীরে ভিটামিন সি-এর মাত্রা কমে যায়, যার প্রভাব পড়ে ত্বকের উপর।

তৈলাক্ত খাদ্য: পিৎজা-পাস্তা জাতীয় খাবারে ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেশি থাকে, যা ধমনীতে বাঁধার সৃষ্টি করে। এছাড়া কোষের মধ্যে উপস্থিত তরল পদার্থকেও ক্ষয় করে। এর ফলে ত্বকও ক্ষতিগ্রস্ত হয়।

গম: গমে উপস্থিত অ্যাডভান্স গ্রাইকেশন অ্যান্ড প্রডাক্ট ত্বকের কোষগুলিকে ক্ষয় করে। এছাড়া রক্তচাপও বৃদ্ধি করে।

এনার্জি ড্রিঙ্ক: এই সমস্ত তরল দ্রব্যে অতিরিক্ত মাত্রায় ক্যাফিন থাকে, যার ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এর প্রভাব ত্বকের উপরেও পড়ে।

ভুট্টা: ভুট্টা বা ভুট্টা জাতীয় খাদ্য দ্রব্যে অতিরিক্ত পরিমাণে ওমেগা ৬, ওমেগা ৩ এবং ফ্যাটি অ্যসিড থাকে, যা ত্বকের মুখে বলিরেখার ছাপ স্পষ্ট হয়ে যায়।

কফি: অতিরিক্ত পরিমাণ কফি খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। ত্বকের উপরেও এর প্রভাব পড়ে।

Bootstrap Image Preview