Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির আবাসিক হলে সাপ আতঙ্কে শিক্ষার্থীরা

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০২:৪৬ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০২:৪৬ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) আবাসিক মাদার বখ্শ হলের রুমে বিষধর সাপ দেখা গেছে। এতে ওই আবাসিক হলের শিক্ষার্থীরা আতঙ্কে আছে।

সোমবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে হলের ১৫৫ নম্বর কক্ষের লকারে সাপ দেখা যায়।

হল সূত্রে জানা যায়, হলের ১৫৫ নম্বর কক্ষের সিঙ্গেল রুমের সবুজ কুমার মার্স্টাসের শিক্ষার্থী। তিনি রাতে কক্ষের লকার খুললে লকারের ভিতরে একটা সাপ দেখে অন্যান্য শিক্ষার্থীদের ডাক দেয়। পরে হলের অন্য শিক্ষার্থীরা এসে সাপটি বের করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। 

এ বিষয়ে সবুজ কুমার জানান, রাতে রুমে এসে লকার খুলি প্রয়োজনীয় কাজে। লকার খোলার সাথে সাথে লকারের ওপর থেকে নিচে একটা সাপ পড়তে দেখে আমি আতঙ্কে উঠি। সাপটি দেড় হাতের মতো লম্বা হবে। তবে কি সাপ নাম জানি না। পরে অন্যান্য শিক্ষার্থীরা এসে সাপটিকে মেরে ফেলে। তবে কিভাবে সাপটা লকারের ভিতরে আসলো তা বোঝা যায় নি। জানালা বেশির ভাগ সময় আটকানোই থাকে। তাছাড়া লকারও আটকানো থাকে। এর আগেও হলে সাপ পাওয়া গেছে শুনেছি তবে আজ নিজেই দেখলাম। এখন একটু ভয়ে আছি। তাই চিন্তা করছি রুমে কার্বলিক এসিড এনে দিবো। যাতে সাপ না ঢুকতে পারে। তবে এ বিষয়ে হল প্রাধ্যক্ষকে জানানো হয় নি।

ওই হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আবাসিক হলের ভিতরে সাপ খুব ভয়ানক ব্যাপার। চারদিকে বড় বড় ভবন থাকা সত্ত্বেও হলের ভিতরে সাপ পাওয়ায় শিক্ষার্থী আতঙ্কে আছে। তাই ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কেননা এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। এমন যদি হতেই থাকে তাহলে হলে থাকা নিরাপদ হবে না। তাই প্রশাসনকে অনুরোধ করবো এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। 

এবিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, হলের লকারের ভিতরে সাপ পাওয়া গেছে এ ব্যাপারে আমাকে কেউ জানায় নি। আমি গতকাল রাত ১০টার দিকেও ফোন দিয়ে হলের খোঁজ খবর নিয়েছি। তাছাড়া হল পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করা হচ্ছে। এরপর সাপের বিষয়টা খুব ভয়ানক। তবে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Bootstrap Image Preview