Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় কলেরা সংক্রমণে ৯৭ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৬ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী কলেরা। জাতিসংঘ বলছে গত দু'সপ্তাহে দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির ইয়োব এবং বর্নো প্রদেশে তিন হাজার ১২৬টি কলেরা সংক্রমণের খবর পাওয়া গেছে।

শনিবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ওসিএইচএ জানায়, নাইজেরিয়ার ইয়োব এবং বর্নো রাজ্যে গত দু’সপ্তাহে ৩ হাজার ১২৬ জন কলেরায় আক্রান্ত হয়েছে।  এর মধ্যে গত শনিবার পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে বর্নো রাজ্যে এই কলেরা সংক্রমণের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়,  নাইজেরিয়ার লেক শাদ এলাকায় ২০১৮ সালে ৫০০-এরও বেশি মানুষ কলেরা আক্রান্ত হয়ে মারা গেছেন। গত চার বছরের মধ্যে এটাই অঞ্চলটিতে কলেরার সবচেয়ে বড় সংক্রমণ।

Bootstrap Image Preview