Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লকডাউনের মাঝে বিয়ের জন্য সাইকেল চালিয়ে ৮৫০ কিলোমিটার যাত্রা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০৪:১৩ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২০, ০৪:১৩ PM

bdmorning Image Preview


নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে অধিকাংশ দেশে লকডাউন চলছে। বিয়ে করার জন্য চলমান এ লকডাউন ভেঙে সাইকেল চালিয়ে ৮৫০ কিলোমিটার অতিক্রম করেছেন চার যুবক। তবে শেষ রক্ষা হয়নি। বাড়িতে পৌঁছানোর ১৫০ কিলোমিটার দূরে তাদের আটক করে কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ। ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে।

১৫ এপ্রিল ২৪ বছর বয়সী কারখানার শ্রমিক সনু কুমার চৌহানের বিয়ে হওয়ার কথা ছিল। এজন্য তিনি বন্ধুদের নিয়ে এমন উদ্যোগ নেন।

চৌহান সিএনএনকে জানিয়েছেন, ১৫ এপ্রিল তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু দেশব্যাপী লকডাউন দেয়ার কারণে তিনি তার কাজের স্থান পাঞ্জাবের লুধিয়ানা শহরে আটকা পড়েন। সেখান থেকে তার বিয়ের স্থান উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার দূরে ছিল।

তিনি বলেন, আমি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পাড়ি দেব। এজন্য তিন বন্ধুকে নিয়ে যাত্রা করেছিলাম। শেষে উত্তরপ্রদেশে পুলিশের তল্লাশি চৌকিতে থামানো হলে তাদের পরিকল্পনাটি ব্যর্থ হয়।

চৌহান বলেন, বাড়িতে পৌঁছতে আমরা সপ্তাহব্যাপী সাইকেল চালিয়েছিলাম। কিন্তু বিয়ের দুইদিন আগে বলরামপুর জেলায় ধরা পড়ি। আমরা যদি আর ১৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারতাম, তাহলে আমার বিয়ে করা হতো। তবে কর্তৃপক্ষ আমাকে আর সাইকেল চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি।

নভেল করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা না দিলে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার পর চার বন্ধুকে বাড়িতে যাওয়ার অনুমতি দেয়া হবে। গত ২৪ মার্চ থেকে ভারতে লকডাউন চলছে এবং এটা আগামী ৩ মে পর্যন্ত থাকবে।

সিএনএন

Bootstrap Image Preview