Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ১৭১৬, নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০৬:৪৮ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


গতকাল বৃহস্পতিবার চীনে করোনাভাইরাসের প্রভাবে মৃত্যু হয়েছিল ২৪২ জনের। শুক্রবার সংখ্যাটা একটু কমলেও তা একশ’র নিচে নামেনি। শুক্রবার গোটা দেশে মৃত্যু হয়েছে ১২১ জনের। যার জেরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫০০। এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সেবা দিতে গিয়ে তারও কারোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট জিঙ ইক্সিন আজ শুক্রবার বলেন, করোনাভাইরাস আক্রান্তদের সেবা দিতে গিয়ে করোনা আক্রমণের শিকার হয়েছেন এক হাজার সাতশ ১৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় জন। চিকিৎসা কর্মীদের আক্রান্তের হার বেড়েই চলছেই।

জিঙ ইক্সিন বলেন, বর্তমানে করোনাভাইরাস মোকাবিলা সবার সামনে থেকে কাজ করছেন। তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। তারা কাজ করেই চলেছেন। তাদের বিশ্রামের সময় কিন্তু একেবারে নেই বললেই চলে। এছাড়া মানসিক চাপ তো রয়েছেই। তার মধ্যে আবার করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি তাদের সবচেয়ে বেশি।

Bootstrap Image Preview