Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনা তরুণীকে বাঙালি যুবকের বিয়ে, করোনাভাইরাসের কারণে দেশে ঢুকতে দেওয়া হয়নি কনেপক্ষকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৩৫ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাঙালি যুবক পিন্টু। সাত বছর আগে পাড়ি জমিয়েছিলেন চীনে। সেখানে গিয়ে প্রেমে পড়েন চীনা তরুণী জিয়াকির। ‍অবশেষে তারা বসলেন বিয়ের পিঁড়িতে। তবে করোনাভাইরাসের কারণে এ বিয়েতে উপস্থিত হতেন পারেননি কনেপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বিয়ের আসর বসেছিল পিন্টু ও জিয়াকির। বাঙালি রীতিতেই এ বিয়ে অনুষ্ঠিত হয়। কনেপক্ষের লোকজন বিয়েতে উপস্থিত থাকতে চাইলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উপস্থিত হতে পারেননি।

কনে জিয়াকি ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমার পরিবার খুশি এবং সুস্থই আছে। তবে ভাইরাসের ভয়ের কারণে তারা আমার বিয়েতে অংশ নিতে আসতে পারেননি। ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।’

বিয়ে শেষে কী দম্পতি চীনে ফিরে যাবেন- জানতে চাওয়া হলে জিয়াকি বলেন, ‘আমরা ফিরে তো যাবই কিন্তু কখন যেতে পারব জানি না। সবকিছু মিটে গেলে আমরা ওখানে গিয়ে রেজিস্ট্রি এবং বাকি সব কিছু শেষ করব।’

পিন্টু বলেন, ‘করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জিয়াকির পরিবার বিয়েতে আসতে পারেনি। পরে চীনে গিয়ে আমাদের আরও একটি অনুষ্ঠান করতে হবে।’

Bootstrap Image Preview