Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লন্ডনে হঠাৎ পথচারীদের উপর অস্ত্র হাতে হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৪ AM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৪ AM

bdmorning Image Preview


যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হঠাৎ ছুরি দিয়ে হামলা চালিয়ে ৩ পথচারীকে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনার পর হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে লন্ডনের দক্ষিণাঞ্চলে টেমস নদীর তীরে অবস্থিত একটি আবাসিক এলাকায় এ ছুরি হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি দেখলাম বুকে কিছু একটা বেঁধে বড় আকারের ছুরি হাতে এক ব্যক্তি এদিক ওদিক দৌড়াচ্ছেন। এরপর দেখলাম ছুড়ি হাতে থাকা ব্যক্তিকে বন্দুক হাতে কয়েকজন ধাওয়া করছে। এরপরই তিনটি গুলির শব্দ শুনি। তারপর দেখি ছুরি হাতে থাকা লোকটি রাস্তায় পড়ে আছে।’

এ বিষয়ে লন্ডনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার লুসি ডি’অরসি বলেন, ‘তিন পথচারীর ওপর ওই হামলাকারী শরীরে একটি ডিভাইস বাঁধা ছিল যাকে প্রথমে বিস্ফোরক ভাবা হয়। ওই আততায়ীকে গুলি করে হত্যার পর বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা দ্রুত তা খতিয়ে দেখে। পরে দেখা যায় বিস্ফোরক বহনের নামে একটি ভুয়া ডিভাইস বুকে বেঁধে আতঙ্ক ছড়িয়েছিলেন ওই হামলাকারী।’

এদিকে লন্ডন পুলিশ এই হামলাকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঘটনা বলে অভিহিত করার পর পর ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ায় জরুরি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসি জানিয়েছে, ওই হামলাকারীর ছুড়িকাঘাতে আহত তিনজনকে দ্রুত হাসপাতালে নেয় লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। এদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।

Bootstrap Image Preview