Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কার সাথে সমান সমান টক্কর দিচ্ছে জিম্বাবুয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ০৩:০৭ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ০৩:০৭ PM

bdmorning Image Preview


হারারে টেস্টে দ্বিতীয় দিন শেষে কোনো দলই এগিয়ে যেতে পারেনি সেভাবে। জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা এখন পর্যন্ত প্রায় সমান সমান অবস্থানে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৪০৬ রানের জবাবে ২ উইকেটে ১২২ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা।

প্রথম দিনে শন উইলিয়ামসের (১০৭) দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৫২ রান নিয়ে শেষ করে জিম্বাবুয়ে। সেখান থেকে বাকি ৪ উইকেটে আর ৫৪ রান যোগ করতে পারে স্বাগতিকরা। ৩১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা রেগিস চাকাভা নামের পাশে আর রান যোগ করতে পারেননি। ১০ রান নিয়ে খেলতে নামা মুতুমবদজি করেন ৩৩ রান।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লাসিথ এম্বুলদেনিয়া। বাঁহাতি এই স্পিনার ১৮২ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩টি উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা।

জবাবে ব্যাট করতে নেমে দিমুথ করুনারত্নে আর ওশাদা ফার্নান্ডোর উদ্বোধনী জুটিতে বিনা উইকেটেই ৯৪ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। ৪৪ রান করা করুনারত্নে হাফসেঞ্চুরি ছোঁয়ার আগেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন সিকান্দার রাজার ঘূর্ণিতে।

হাফসেঞ্চুরি পাওয়া হয়নি তার সঙ্গী ওপেনার ওশাদারও। তিনিও দলীয় অধিনায়কের মতই ৪৪ রানে সাজঘরে ফেরত যান, তিরিপানোর বলে ব্যাট ছুঁইয়ে হন উইকেটরক্ষকের গ্লাভসবন্দী।

Bootstrap Image Preview