Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিহারের কলেজে নিষিদ্ধ বোরকা, আইন ভঙ্গে ২৫০ রুপি জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ০৫:৩৩ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


কলেজে আসতে হলে মানতে হবে ড্রেস কোড। বোরকা পরে আসা চলবে না। চলতি সপ্তাহের শুরুতে এমনই নোটিস জারি করেছে ভারতের বিহারের পটনার জেডি উইমেনস কলেজ। তবে ড্রেস কোডে ছাড় দেওয়া হয়েছে শনিবার। 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ওই নোটিশ দেওয়া হয়। তাতে বলা হয়েছে, আমরা ছাত্রীদের জানাচ্ছি, কর্তৃপক্ষের নির্ধারিত ড্রেস কোড মেনেই কলেজ চত্বরে ঢুকতে হবে। ব্যতিক্রম কেবলমাত্র শনিবার। কলেজ চত্বরে ও ক্লাসরুমে বোরকা পরে আসা নিষিদ্ধ। কেউ নিয়ম ভাঙলে জরিমানা দিতে হবে আড়াইশ রুপি। 

কলেজের প্রিন্সিপাল শ্যামা রায় বলেন, 'বোরকা শব্দটা ব্যবহার না করলেই হতো।' আরজেডি-র বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ 'তালিবানি' আচরণ করছে। অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহার করতে হবে। আরজেডি-র বিধায়ক ভাই বীরেন্দর বলেন, আপত্তিকর পোশাকের ওপর নিশ্চয় নিষেধাজ্ঞা থাকা উচিত। কিন্তু কুর্তা-পায়জামা অথবা বোরকায় নিষেধাজ্ঞা জারি করা অনুচিত। কলেজ কর্তৃপক্ষ তালিবানি নিষেধাজ্ঞা জারি করেছে।'

Bootstrap Image Preview