Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজেপির কারণে সংকটে ভারতের গণতন্ত্র : ইকোনোমিস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২০, ০৩:৩৫ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০২০, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির মাধ্যমে ভারতে বিরাজমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছে ‘ইকোনোমিস্ট’। প্রভাবশালী এ ব্রিটিশ সংবাদমাধ্যমটি তাদের সর্বশেষ সংখ্যার মূল নিবন্ধ ‘অসহিষ্ণু ভারত’-এর মধ্যে এ মন্তব্য করেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক টুইটার বার্তায় ইকোনোমিস্ট এই নিবন্ধের প্রচ্ছদটি শেয়ার করে লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।

এ নিবন্ধের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মোদী ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বানাচ্ছেন বলে আশঙ্কা করেন দক্ষিণ এশিয়ার দেশটির ২০ কোটিরও বেশি মুসলমান।

ক্ষমতাসীন বিজেপি সরকার জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে। এ ক্ষেত্রে মোদীর নেতৃত্বাধীন সরকারের দাবি, বিদেশি অনুপ্রবেশকারী সনাক্ত করতেই এসব কার্যক্রম গ্রহণ করেছে তারা।

কিন্তু ইকোনোমিস্টের দাবি, বিদেশি অনুপ্রবেশকারীদের সনাক্তে ভারতীয়দের নাগরিকপঞ্জি বানানোর এ পরিকল্পনা দেশটির ১৩০ কোটি মানুষকেই ক্ষতিগ্রস্ত করবে। কেননা তালিকায় নাম সংকলন, বিভিন্ন প্রতিবন্ধকতা ও সংশোধনী ভারতে বছরের পর বছর ধরে উত্তেজনা জিইয়ে রাখবে।

Bootstrap Image Preview