Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তরুণ এবং উদীয়মানদের সুযোগের আদর্শ মঞ্চ: জালাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ১১:৩১ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ১১:৩১ AM

bdmorning Image Preview


পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার জালাল-উদ-দিনের মতে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজটি তরুণ এবং উদীয়মান ক্রিকেটারদের জন্য দারুণ উপলক্ষ। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকদের মতো ক্যারিয়ারের অন্তিম লগ্নে থাকা ক্রিকেটারদের পরিবর্তে তরুণদের প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়েছেন ৬০ বছর বয়সী জালাল। 

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন ৩৭ বছর বয়সী শোয়েব মালিক এবং ৩৯ বছর বয়সী হাফিজ। কিন্তু তাদেরকে দলে নেয়াতে আপত্তি পাকিস্তানের হয়ে ৬টি টেস্ট এবং ৮টি ওয়ানডে খেলা জালালের।

তিনি বলেন, ‘পাকিস্তানের সামনে কঠিন ম্যাচ অপেক্ষা করছে এবং দুই পুরনো ক্রিকেটারই ইঙ্গিত দিয়েছে যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে অবসর নেবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তরুণ এবং উদীয়মান ক্রিকেটারদের সুযোগ দেয়ার আদর্শ মঞ্চ।’ 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। ২৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচের পর ২৭ জানুয়ারি একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। 

টি-টোয়েন্টি সিরিজের পর আগামী মাসে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে দুই দল। এরপর আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্ট শুরু হবে। 

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আম্মাদ বাট, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।

Bootstrap Image Preview