Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থানা থেকে ১৮ বন্দুক চুরি, এসআই গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ০৫:১৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ০৫:১৭ PM

bdmorning Image Preview


থানার মালখানা থেকে একের পর এক বন্দুক চুরি যাচ্ছিল। তবে কর্তৃপক্ষ কিছুই বুঝে উঠতে পারছিল না, কীভাবে চুরি হচ্ছিল এসব বন্দুক। পরে জানা গেল খোদ পুলিশের এসআই এসব বন্দুক চুরি করেছেন। এ ঘটনায় তারাপদ টুডু নামে এক পুলিশের এসআইকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রামের লালগড় থানায়।

কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ঝাড়গ্রামের এসব বন্দুক চুরির অভিযোগে বুধবার জামবনি থানার সাব ইনস্পেক্টকে তারাপদ টুডুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ওই অভিযুক্ত পুলিশের সঙ্গে আরও তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, অন্য তিনজন পুলিশের লোক নয়।

জেলা পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জামবনি থানায় কর্মরত অভিযুক্ত পুলিশ সদস্য তারাপদ আগে লালগড় থানায় কর্মরত ছিলেন। ওই সময় থানার মালখানার দায়িত্বে ছিলেন তিনি।

পুলিশ জানায়, ২০০৮ থেকে পরবর্তী প্রায় চার বছর লালগড় থানা এলাকায় মাওবাদীদের হাত ধরে প্রচুর অস্ত্র ঢুকেছিল। সেই সময় থেকেই বিভিন্ন সময়ে পুলিশ অনেক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছিল। সেই সমস্ত বাজেয়াপ্ত অস্ত্র নিয়ে এখনও মামলা চলছে আদালতে। ফলে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলো রাখা ছিল থানারই মালখানাতে। তারাপদ জামবনিতে বদলি হওয়ার পর থানার মালখানার হিসেব দেখতে গিয়েই দেখা যায় অন্তত ১৮ টি বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রের কোনো হদিস নেই।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ তাদের আদালতে হাজির করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

Bootstrap Image Preview