Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানেও কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান রয়েছে: রাজ্জাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ০২:৪৯ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ০২:৪৯ PM

bdmorning Image Preview


বিরাট কোহলির সাফল্যের নেপথ্য কারণ জানালেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাক। তার মতে, টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ত্রোর সাফল্যের মূল কারণ দুটি। প্রথমত, তার মেধা এবং দ্বিতীয়ত, তার প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমর্থন।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত কোহলি। রাজ্জাক উল্লেখ করেন, মূলত কঠোর পরিশ্রম ও মেধার কারণে ভারতীয় অধিনায়কের বৃহস্পতি এখন তুঙ্গে। এছাড়া তার পেছনে অনেক বিনিয়োগ করে বিসিসিআই।বিনিময়ে এর লভ্যাংশও গুনছে বিশ্বের প্রভাবশালী বোর্ড।

পাকিস্তানের কিংবদন্তি সাবেক এই অলরাউন্ডার বলেন, কোহলি অসাধারণ খেলোয়াড়। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তাকে সৌভাগ্যবান বলতে হবে। কারণ বিসিসিআই ওকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছে। এতে সে আত্মবিশ্বাস পাচ্ছে। একজন ক্রিকেটারের সাফল্য পাওয়ার জন্য যেটি অতীব জরুরি বোর্ড থেকে প্রাপ্য সম্মান পাচ্ছে ও। এটিই ওকে সবসময় ভালো খেলতে ও নেতৃত্ব দিতে রতে সহায়তা করছে। এর ফল উভয়ই উপভোগ করছে।

রাজ্জাক বলেন, আমি মনে করি– পাকিস্তানেও কোহলির চেয়ে ভালো ব্যাটসম্যান রয়েছে। তবে আমাদের দেশের ক্রিকেট পদ্ধতি ও ব্যবস্থাপনায় অনেক ভুল রয়েছে। আমাদের ক্রিকেটাররা অবহেলার শিকার হচ্ছেন। এটি আমাদের ক্রিকেটের জন্য বিয়োগান্তক ঘটনা।

Bootstrap Image Preview