Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ০৬:২০ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ০৬:২০ PM

bdmorning Image Preview


অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে ২ কাশ্মীরি নিহত হয়েছেন। সোমবার উপত্যকার অবন্তীপোরা এলাকায় চলা এ সংঘর্ষে ৩ ভারতীয় জওয়ানও আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়, অবন্তীপোরার সাতপোখরান এলাকায় সিআরপিএফ, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীরের যৌথ বাহিনী তল্লাশি চালায়।

তল্লাশির সময়ই সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয় বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

ভারতীয় বাহিনীর দাবি, ঘটনাস্থলে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক হতাহতের ঘটনায় দেশটির একমাত্র মুসলমান অধ্যুষিত রাজ্যটিতে গত তিন দশকের বিদ্রোহ নতুন রূপ পেয়েছে। গত আগস্টে উপত্যকাটির স্বায়ত্বশাসন বাতিলের পর থেকে কাশ্মীরে উত্তেজনা দিনে দিনে বাড়ছে।

Bootstrap Image Preview