Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামাল ভূঁইয়াদের জন্য পুরস্কার ঘোষণা করলো বাফুফে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০৪:৩৩ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ ফুটবল দলকে ১ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে। আর রানার্স-আপ হলে দেয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার। রোববার দুপুরে বাংলাদেশ ফুটবল দলের সাথে মত বিনিময় সভায় এ পুরস্কার ঘোষণা করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় সালাউদ্দিন বলেন, ‘খেলোয়াড়রা মানসিক ও শারীরিক ভাবে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তত।’ আগামী মঙ্গলবার ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে জামাল ভূঁইয়ারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী সালাউদ্দিন বলেন, ‘ফেডারেশন ফুটবলারদের ভালো মাঠ, ভালো কোচ, কিংবা অনেক টাকার ব্যবস্থা করে দিতে পারবে। কিন্তু তাদের হয়ে তো খেলে দিতে পারবে না। মাঠে ফুটবলারদেরই খেলতে হবে। আমি সব ধরনের সুযোগ-সুবিধা তৈরি করে দিতে পারবো। ভালো খেলার দায়িত্ব তো খেলোয়াড়দেরই।’

বাফুফে সভাপতি বলেন, খেলোয়াড়দের পক্ষ থেকেও আমি ভালো সাড়া পেয়েছি। তারা বলেছে, তারা শতভাগ দিয়েই জয়ের চেষ্টা করবে। আমি তাদের মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। এ সময় বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview