Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রয়োজনে মালদ্বীপের কোচ হবো, তবুও ম্যানইউ কিংবা রিয়ালে যাবো না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০২:১৭ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০২:১৭ PM

bdmorning Image Preview


পেশাদার দুনিয়ায় পেশাদারিত্ব বলে একটা কথা আছে। পেশার মূল্যায়ন যেখানে বেশি, মোট কথা টাকা যেখানে বেশি পেশাদাররা ভিড় জমায় সেখানেই। ফুটবল দুনিয়া এর একটুও বাইরে নয়। আজ এক ফুটবলার যে দলটির বিপক্ষে শত্রু মনোভাব নিয়ে মাঠে নামছে, টাকার খেলায় কাল সেই খেলোয়াড়ই শত্রু দলের হয়ে সদ্য সাবেক হওয়া দলের বিপক্ষেই মাঠে নামবে একই মনোভাব নিয়েই। এ ক্ষেত্রে কোচ, খেলোয়াড়- কোনো ভেদাভেদ নেই। অহরহ ঘটছে এমন ঘটনা।

কিন্তু ব্যতিক্রমও যে একেবারে নেই তা নয়। দু’একটা নিপাতনে সিদ্ধে-র ঘটনাও আছে। তেমনই একটি উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে বার্সেলোনার সাবেক এবং বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

সাবেক বিশ্বসেরা কোচ নিজের মধ্যে কিছু সাধারণ গুণাবলি, নীতি-নৈতিকতা ধারণ করতে চান। এ কারণে একবার তার কাছে যে শত্রু হয়েছে, সারাজীবনই সে তার কাছে শত্রু থেকে যাবে। কখনও মিত্র হবে না। সেটা পেশাদারিত্বের যুগে কাঁড়ি কাঁড়ি টাকার প্রস্তাব থাকলেও নাকি না।

সম্প্রতি এমনই বিস্ময়কর ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন ম্যানসিটি কোচ গার্দিওলা। খেলোয়াড়ী জীবনে তিনি ছিলেন বার্সেলোনার খেলোয়াড়। এরপর কোচ ছিলেন সেই বার্সারই। তারই অধীনে আজকের মেসি গড়ে উঠেছে। বার্সার জয় নিশান দিগ্বিদিগ ছড়িয়ে পড়েছে।

সেই গার্দিওলা যখন বার্সেলোনার কোচ ছিলেন, তখন তার প্রধান প্রতিপক্ষ ছিলো রিয়াল মাদ্রিদ। আবার বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখ, এরপর তিনি থিতু হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিতে। সেখানেই রয়েছেন গত কয়েকবছর ধরে।

সম্প্রতি ম্যানসিটি ছেড়ে গেলে কোথায় যোগ দেবেন? রিয়াল মাদ্রিদ নাকি ম্যানইউ? এমন প্রশ্নে খুব ভালোভাবেই উত্তর দিলেন গার্দিওলা। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, ম্যানসিটি ছাড়লে প্রয়োজনে গলফ খেলবো কিংমালদ্বীপে গিয়ে তাদের কোচ হবো। কিন্তু কখনো ম্যানইউ কিংবা রিয়াল মাদ্রিদের কোচ হবো না।’

Bootstrap Image Preview