Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বসুন্ধরা কিংসের হাতে উঠলো চ্যাম্পিয়ন ট্রফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০১:২০ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০১:২০ PM

bdmorning Image Preview


ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে পরাজিত করে প্রথম শিরোপা জিতে নেয় বসুন্ধরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বসুন্ধরা কিংস ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের কাঙ্ক্ষিত শিরোপা জিতে নেয়। দলের কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস একাই দুই গোল করে দলকে শিরোপা উপহার দেন।

তবে ৮৭ বছরে প্রথমবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি রহমতগঞ্জ। ১৯৩৩ সালে পুরান ঢাকায় প্রতিষ্ঠিত ক্লাবটির। তবে তাদের সেই ইতিহাসকে সমৃদ্ধ করতে পারেননি ফুটবলাররা।

ঢাকার ফুটবলে রূপকথার মতোই আবির্ভাব বসুন্ধরা কিংসের। এক বছর আগে চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে পেশাদার লিগে খেলার যোগ্যতা অর্জন করে তারা। গেল মৌসুমে এসেই চমক দেখাতে শুরু করে কর্পোরেট দলটি।

Bootstrap Image Preview