Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল-এভারটন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১১:৪১ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১১:৪১ AM

bdmorning Image Preview


তৃতীয় রাউন্ডের ম্যাচে রোববার (০৫ জানুয়ারি) মুখোমুখি হবে লিভারপুল ও এভারটন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ১ মিনিটে। এর আগে রাত ৮টায় নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে চেলসি। আর টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ মিডলসবরো।

এফএ কাপের মঞ্চে মার্সিসাইড ডার্বিতে অলরেডদের প্রতিপক্ষ এভারটন। এ ম্যাচের আগে চিন্তার শেষ নেই ইয়ুর্গেন ক্লপের। ইনজুরির তালিকাটা যে বেশ লম্বা। পয়েন্ট টেবিলের চিত্র বলছে, মহা অঘটন না ঘটলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে যাচ্ছে লিভারপুল। দ্বিতীয় দল লেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে ইপিএলের টেবিলে শীর্ষে রেডরা। তাই ইনজুরিতে থাকা গুরুত্বপূর্ণ ৬ ফুটবলারকে বেঞ্চে রেখেই একাদশ সাজাতে হবে লিভারপুল কোচকে।

এ ম্যাচে অলরেডদের জার্সিতে অভিষেক হতে পারে তাকুমি মিনামিনোর। ফিটনেস ছাড়পত্র পেলে খেলতে পারেন শাকিরি, লভরেন, মাতিপ, চেম্বারলেইন ও ফ্যাবিনহো। তবে, বিশ্রামে রাখা হতে পারে মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও ভার্জিল ভ্যান ডাইককে।

এর আগে এফএ কাপে ২৪ বার মুখোমুখি হয়েছে লিভারপুল ও এভারটন। হেড টু হেডে যা আসরের সর্বোচ্চ। এফএ কাপে সবশেষ ২ ম্যাচেই হেরেছে রেডরা। যদিও গেলো ৬৬ বছরে টানা ৩ ম্যাচ হারের রেকর্ড নেই তাদের। মার্সিসাইড ডার্বিতে দু'দলের লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে দুই হাইপ্রোফাইল কোচ ইয়ুর্গেন ক্লপ ও কার্লো অ্যানচেলত্তির কৌশলের ওপরও।

এদিকে, লন্ডনের লড়াইটা চেলসির জন্য সহজ হবে না। প্রতিপক্ষ নটিংহ্যাম আছে দারুণ ছন্দে। স্বাগতিকদের মাঠে অঘটন ঘটাতে প্রস্তুত ফরেস্ট সেনানীরা। তাই বেশ সতর্কই থাকতে হচ্ছে ল্যাম্পার্ডদের।

এ আসরে মুখোমুখি সাক্ষাতে ৩৯ বার জিতেছে চেলসি আর নটিংহ্যামের জয় ২৬টিতে। গত মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জিতেছিলো চেলসিই। এবারো ঘরের মাঠে সেটিরই পুনরাবৃত্তি করতে চায় ব্লুরা।

Bootstrap Image Preview