Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ১১:০৮ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ১১:০৮ AM

bdmorning Image Preview


আলাদা ম্যাচে মাঠে নামবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষ গেতাফের বিপক্ষে জিতলেই শীর্ষে থাকা বার্সেলোনাকে স্পর্শ করবে রিয়াল মাদ্রিদ। দু'দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আরেক ম্যাচে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে অ্যাথলেটিকো। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সাড়ে ১১টায়।

স্প্যানিশ লিগটা এখনো জামিয়ে রেখে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে মাদ্রিদিস্তারা। তিন ম্যাচ ড্র করে কিছুটা ছন্দহীন জিনেদিন জিদান শিষ্যরা। জয়ে ফেরার মিশনে তাদের প্রতিপক্ষ গেতাফে।

টানা তিন ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলে উঠা হয়নি শীর্ষে। পরিসংখ্যান থেকে স্বস্ত্বি নিতে পারেন জিদান বাহিনী। সব ধরণের লড়াইয়ে ১১ ম্যাচে ১০টা জয় লস ব্লোঙ্কোদর। ম্যাচটা যখন গেতাফের ঘরের মাঠে তখন কিছুটা চিন্তায় থাকতে হবে রামোস বেনেঞ্জেমাদের। কারণ দলটাও রয়েছে বেশ ছন্দে। গেলো সাত ম্যাচে ৬টিতে জয় রয়্যাল হোয়াইটদের। আর ঘরের মাঠে এ মৌসুমে ১৯ ম্যাচে ১৭ ম্যাচে অপরাজিত তারা।

দল নিয়েও নেই বড় কোন কোন সুখবর। দুই তারকা ইডেন হ্যাজার্ড, মার্কোস অ্যাসেনসিও দীর্ঘ ইনজুরির কারণে থাকছেন সাইড লাইনে। নিষেধাজ্ঞার কারণে দলে সুযোগ হচ্ছে না অধিনায়ক সার্জিও রামোসের। আর ঘরোয়া নিষেধাজ্ঞায় ক্যাসিমিরো। তবে মার্সেলো, ভাজকুইজ, রদ্রিগেজরা অনুশীলন করেছেন মূল দলের সাথে। ফিরতে পারেন এ ম্যাচে। বেঞ্জেমা, ইস্কু, ক্রুসরা জ্বলে উঠলে জয়ে নিয়ে ফেরার কথা রিয়ালের।

আরেক ম্যাচে মুখোমুখি হবে টেবিলের ৪ নম্বরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ ও লেভান্তে। ৮ জয় ৮ ড্র আর ২ হারে ৩২ পয়েন্ট অ্যাথলেটিকোর। ঘরের মাঠে অবশ্য স্বস্ত্বিতে রয়েছে রোজি ব্লাঙ্কোরা। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় পেয়েছে দিয়েগো সিমিয়েনো শিষ্যরা। অন্যদিকে লেভান্তে গেলো তিন ম্যাচে গোলের দেখা পায়নি। এই সুযোগটাও কাজে লাগাতে পারে স্বাগতিকরা।

ঘাড়ে অস্ত্র পচারের জন্য দলে নেই অন্যতম বড় ভরসা দিয়েগো কস্তা। স্টেফ্যান সেভিকের সার্ভিসও মিস করবে এটিএম। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নেই থমাস লেমার ও ভিটোলো। বেশ কিছু ইনজুরি সমস্যা রয়েছে প্রতিপক্ষ শিবিরেও।

Bootstrap Image Preview