Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিদানকেই ভবিষ্যতে ফ্রান্সের কোচ চাইছেন দেশম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:০২ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


দিদিয়ের দেশমের বিশ্বাস আগে বা পরে যেটাই হোক না কেন, একদিন ফ্রান্সের কোচ হবেন জিনেদিন জিদান। দলের সঙ্গে এখনো লম্বা সময় চুক্তির মেয়াদ থাকলেও জিজুকেই ভবিষ্যৎ বাছার পরামর্শ দিয়েছেন তার সাবেক সতীর্থ।

টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার পর আচমকাই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দেন জিদান। পরে অবশ্য ক্লাবের ডাকে সাড়া দিয়ে দ্বিতীয় দফায় বার্নাব্যুতে ফিরেছেন। তবে স্প্যানিশ জায়ান্টদের কোচ থাকলেও সাবেক অধিনায়ক ও ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিজুকেই ফরাসি দলে দেশমের সবচেয়ে যোগ্য উত্তরাধিকারী ভাবা হচ্ছে।

২০১২ থেকে ফ্রান্সের কোচ আছেন। ২০১৮ বিশ্বকাপ জেতার পর দেশমের চুক্তির মেয়াদ আরও বেড়েছে। আপাতত ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত থাকছেন দেশম। ৫১ বছরের এই কোচ লা মন্ডে পত্রিকাকে বলেন, ‘পরের কোচ হতে পারেন জিজু (জিদান)। আজ না হয় কাল, তিনিই কোচ হবেন।’

দেশমের আরও সংযোজন, ‘আপনি যখন কোচ হন তখন কোনও বয়সসীমা থাকে না। একমাত্র ফলাফলই আপনাকে শেষ করে দিতে পারে।’

বিশ্বকাপ জেতা ছাড়াও ২০১৬’র ইউরো ফাইনালে গিয়েছিল দেশমের ফ্রান্স। কিন্তু ঘরের মাঠের সেই ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে হেরে যায়। তবে ২০২০ সালেই আবার ইউরোর মঞ্চে নামতে যাচ্ছে তার দল। এবার অবশ্য গ্রুপপর্বেই ফরাসিদের প্রতিপক্ষ পর্তুগিজরা। ‘এফ’ গ্রুপে পর্তুগালের সঙ্গে থাকছে জার্মানি ও প্লে-অফ থেকে আসা দল। মাঠে নামার ছয় মাসের বেশি সময় আগেই দেশম বলছেন, ‘মৃত্যুকুপের’ গ্রুপে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তার দলকে।

Bootstrap Image Preview