Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছুটিতে যাওয়ার আগে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ছুটি কাটাতে এক সপ্তাহের জন্য হাওয়াই যাচ্ছেন তিনি। এ দিকে দেশ ছারখার হচ্ছে দাবানলে। এ কারণেই ক্ষমা চাইলেন মরিসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ছুটি কাটাতে এক সপ্তাহের জন্য হাওয়াই যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ দিকে দাবানল পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

ছুটিতে যাওয়া প্রসঙ্গে শুক্রবার স্কট মরিসন বলেন, ভয়ঙ্কর দাবানলে অনেক অস্ট্রেলিয়ান ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটিতে যাচ্ছি আমি। এই ছুটির কারণে কেউ ক্ষতির শিকার হলে আমি গভীর দুঃখ প্রকাশ করছি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি তার ছুটি কমিয়ে আনবেন। অবশ্য ক্ষমা চেয়ে ছুটি কমিয়ে আনার ঘোষণা দিলেও সমালোচনা থেকে রেহাই পাননি মরিসন। ইতোমধ্যে তার বিরুদ্ধে আন্দোলনও শুরু হয়েছে।

প্রসঙ্গত, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অন্তত ১০০টি দাবানল দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও হয়েছে সেখানে।

দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে শত শত দমকল কর্মী ও স্বেচ্ছাসেবী। কিন্তু কিছুতেই এসব দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এর মধ্যে বৃহস্পতিবার সিডনির দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে যাওয়ার সময় ২ স্বেচ্ছাসেবী দমকল কর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Bootstrap Image Preview