Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে দাপট দেখাচ্ছেন নবীনরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:৪১ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


১১তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে দাপট দেখাচ্ছেন নবীন আর স্পটলাইটের বাইরে থাকা আর্চাররা। নারী আর পুরুষ ব্যক্তিগত রিকার্ভ আর কম্পাউন্ড ইভেন্ট থেকে বিদায় নিয়েছে সব তারকা আর্চারা। এমনকি নেই এসএ গেমসে স্বর্ণ জয়ী কেউই। ছেলেদের রিকার্ভের স্বর্ণ জিতেছন বিমান বাহিনীর রামকৃষ্ণ। নারীদের ইভেন্টে সোমা বিশ্বাস। তবে নবীনদের এমন ফর্মকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের কোচ আর খেলোয়াড়রা।

পৌষের প্রারম্ভে হঠাৎই জেঁকে বসা শীতের সকালের নয় বরং টঙ্গীর আহসাউল্লাহ মাস্টার আর্চারি স্টেডিয়াম তখন কাঁপছিলো ভিন্ন উত্তেজনায়। সবার দৃষ্টি ৩১ আর ৩২ নম্বর বোর্ডে। উৎকণ্ঠা সবশেষ এসএ গেমসে বাংলাদেশকে তিনটা স্বর্ণ এনে দেয়া ইতি খাতুন কি, শেষ পর্যন্ত ধরাশয়ী হবেন সাথীর কাছে?

হলোও তাই। নারীদের ব্যক্তিগত রিকার্ভে এই স্বর্ণকন্যা ৬-৪ সেটে হেরে যান সাথীর বিপক্ষে। তবে চমকের এটাতো ছিলো সূচনা মাত্র। ১১তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনটা ছিলো চরম নাটকীয়তার। ব্যক্তিগত রিকার্ভ আর কম্পাউন্ডে উড়তে থাকা এসএ গেমসের স্বর্ণজয়ী দলটাকে মাটিতে নামিয়ে আনে নবীন আর্চার'রা। সাকিব আর বিউটি ছাড়া স্বর্ণের লড়াইয়ে ছিলো না রোমান-রুবেল-অসীম-সোহেল-তামিমুলদের কেউই।

নবীন আর উদীয়মানদের এমন ফর্মই সাক্ষ্য দেয় সঠিক কক্ষপথেই আছে দেশের আর্চারি। যা নিয়ে আক্ষেপ নয় বরং তৃপ্তি চওড়া হাসি খেলোয়াড়দের কণ্ঠে।আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ইসলামিব সলিডারিটি গেমস। আছে এশিয়া কাপ আর আর্চারির বিশ্বকাপের একাধিক স্টেইজের দ্বৈরথ। তাইতো' কোচের দৃষ্টিটা আরো সূদুরে।

Bootstrap Image Preview