Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘রোনালদো কোনো স্বাভাবিক মানুষ নন!’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


ক্রিস্টিয়ানো রোনালদোকে খুব কাছে থেকে দেখেছেন মেহদি বেনাতিয়া। অভিজ্ঞতা থেকে জুভেন্টাসের সদ্যসাবেক ডিফেন্ডার বলছেন, একজন সাধারণ মানুষ থেকে ভীষণ রকম আলাদা পর্তুগিজ মহাতারকা। ফরাসি আরএমসি রেডিওকে সাক্ষাৎকারে মরক্কান ডিফেন্ডারের ভাষ্য, যে রাত ১১টায় জিমে যাওয়ার প্রস্তাব দিতে পারে তিনি স্বাভাবিক হন কী করে?

আরএমসি রেডিওর কাছে রোনালদোর এক ক্ষুদে বার্তার অভিজ্ঞতা তুলে ধরেছেন জানুয়ারিতে কাতারি ক্লাব আল দুহাইলের জার্সিতে নামার অপেক্ষায় থাকা বেনাতিয়া, ‘বার্গেমো ম্যাচের আগে আমিসহ আরেকজন ফুটবলারকে সাইডবেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ। তিনদিন পরেই আমাদের আরেকটা ম্যাচ ছিল। তাই কোচ আমাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চাচ্ছিলেন।’

‘বার্গেমো ম্যাচ শেষে বাসে করে ফেরার সময় রোনালদো আমাকে ক্ষুদে বার্তা পাঠায়। সেখানে লেখা ছিল, তুমি এখন কী করবে? ফিরতি বার্তায় লিখেছি, এখন বাজে রাত ১১টা। আমি বাসায় যাবো। কেন?’

‘জবাবে রোনালদো লিখে পাঠাল, তুমি কী জিমে গিয়ে খানিকটা ব্যয়াম করতে চাও? আমার ঘাম হচ্ছে না, এটা এখন আমার দরকার। তুমি কি আসবে? লিখলাম, এখন রাত ১১টা বাজে। আমি বাসায় গিয়ে টিভি দেখতে চাই!’

জুভেন্টাস ছাড়ার পর রোনালদো কী ছিলেন সেটা বেশ বুঝতে পারছেন বেনাতিয়া, ‘এখন বুঝতে পারছি রোনালদো কোনো সাধারণ মানুষ নন। যখন আপনি তার সঙ্গে কাজ করবেন, তাকে শ্রদ্ধা করতে বাধ্য হবেন। কারণ সে তার সারাটাজীবন ফুটবলকেই বিলিয়ে দিয়েছে।’

Bootstrap Image Preview