Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসি বললেন, রোনালদোর তুলনা চলে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৪:০১ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৪:০১ PM

bdmorning Image Preview


এল ক্ল্যাসিকো আসলেই আলোচনায় চলে আসতেন দু’জন। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা- এই দুই ক্লাবের লড়াই মানেই দুই বিশ্বসেরা ফুটবলারের দ্বৈরথ। কিন্তু গত দুই মৌসুম সেই লড়াই আর নেই। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেলেন জুভেন্টাসে। তবুও এল ক্ল্যাসিকো এলেই কথা হয় রোনালদোকে নিয়ে। মেসির সঙ্গে দ্বৈরথ আর হয় না বলেও আফসোস করতে হয় মানুষকে।

এবার এল ক্ল্যসিকোর আগে রোনালদোকে নিয়ে কথা বললেন খোদ লিওনেল মেসিও। শুধু তাই নয়, তিনি দ্যর্থহীন কণ্ঠে বলে দিলেন, ‘রোনালদোর কোনো তুলনা হয় না। তার বিকল্প পাওয়া কঠিন।’

রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর তার শূন্যস্থান পূরণ করতে ব্যর্থ চেলসি থেকে আসা ইডেন হ্যাজার্ড। চোটও ভোগাচ্ছে তাকে। গোড়ালির হাড় ভাঙায় আজ ক্ল্যাসিকোয় তার খেলার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গেই মেসি বলেছেন, ‘হ্যাজার্ড অন্য ঘরানার ফুটবলার। যে কোনও রক্ষণ নড়বড়ে করে দিতে পারে; কিন্তু ক্রিশ্চিয়ানোর জাত আলাদা। দু’জনের মধ্যে তুলনার প্রশ্ন ওঠে না। ক্রিশ্চিয়ানোর বিকল্প পাওয়া কঠিন।’

রিয়ালের কোচ হিসেবে দারুণ সফল জিনেদিন জিদান। কিন্তু এবার বাজে শুরুর কারণে তুমুল সমালোচনার শিকার তিনি। কিন্তু মেসি দাঁড়ালেন জিদানের পক্ষেই। তিনি বলেন, ‘এই সমালোচনা অবাক করার মতো। তবে আমরা যারা ফুটবল খেলি, বিশেষ করে বড় ক্লাবে আছি, তারা জানি এটাই স্বাভাবিক। লোকে খুব দ্রুত সব ভুলে যায়। তারা রোজ সাফল্য চায়। জিদান যখন এবার ফিরলেন, নিশ্চয়ই জানতেন আগের জেতা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের এখন আর কোনও মানে নেই। সমর্থকরা প্রথম দিন যে রকম দাবি করত, এখন সে রকমই করবে।’ সঙ্গে জুড়ে দেন, ‘বড় টিমের কোচ ও খেলোয়াড়রা এগুলো ভালো করেই জানে।’

Bootstrap Image Preview