Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালের কান্নায় হাসি নীল ম্যানচেস্টারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:৫২ PM

bdmorning Image Preview


এভারটনের বিরুদ্ধে ম্যাচের ৩৬ মিনিটে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ড্র করে ওলে গানার সোলশেয়ারের ম্যানচেস্টার ইউনাইটেড। আবার টটেনহ্যামের বিপক্ষে উলভারহ্যাম্পটন ১-১ করে ফেললেও ইনজুরি টাইমের গোলে নাটকীয়ভাবে জিতে যায় হোসে মরিনহোর দল।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ পিছিয়ে পড়েছিল ভিক্টর লিন্ডেলফে নিজেদের জালেই বল জড়ালে। ওই গোলের সময় ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গিয়াকে যে ফাউল করা হয়নি, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিতে হয় রেফারিকে। ৭৭ মিনিটে তরুণ ফুটবলার ম্যাসন গ্রিনউডের গোলে ১-১ করে ইউনাইটেড। ড্রয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড থাকল ছয় নম্বরে। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের।

লাল ম্যানচেস্টারের ড্র’র রাতে জয় পেয়েছে নীল ম্যানচেস্টার। তারা ৩-০ গোলে হারায় আর্সেনালকে। সিটির ডাগআউটে এটি ছিল পেপ গার্দিওলার ২০০তম ম্যাচ। তিন গোল দিয়ে সেই ম্যাচে স্মরণীয় জয় এনে দেন শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে অবশ্য নায়ক কেভিন ডি ব্রুইন। জোড়া গোল করেছেন বেলজিয়াম মিডফিল্ডার। অন্য গোলটি রাহিম স্টার্লিংয়ের।

জয়ে ১৭ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট পেয়ে তিনে ম্যানসিটি। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেস্টার। ৪৯ পয়েন্ট নিয়ে অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে শীর্ষে থাকা লিভারপুল।

ওদিকে, উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে টটেনহ্যাম এগিয়ে গিয়েছিল ম্যাচের আট মিনিটে। লুকাস মৌরার গোলে। উলভসের অ্যাডামা ট্রাওরে ১-১ করেন ৬৭ মিনিটে। টটেনহ্যামের জয়ের গোল আসে ৯৪তম মিনিটে। গোলটি করেন জান ভার্টোঙ্গেন। টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারল উলভারহ্যাম্পটন।

ম্যাচ জিতে টটেনহ্যাম প্রিমিয়ার লিগের পাঁচ নম্বরে। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের।

Bootstrap Image Preview