Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলবেনিয়ার ভূমিকম্পে নিহত ৪৯  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আলবেনিয়ায় মঙ্গলবার ৬.৪ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর শুরু হওয়া উদ্ধারকাজে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হয়েছে।

এদিন আলবেনিয়া, সার্বিয়া ও মন্টিনেগ্রোর উদ্ধারকর্মীরা ভূমিকম্পের ফলে বিধ্বস্ত হয়ে যাওয়া ডুরেস বন্দর নগরীর একটি হোটেলে উদ্ধারকাজ পরিচালনা করে বলে জানিয়েছেন আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নারী মুখপাত্র আলবানা কেহাজাজ।

তিনি বলেছেন, এই উপকূলবর্তী হোটেলে ধ্বংসাবশেষ থেকে এখনও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভূমিকম্পটি আঘাত হানার পরপরই প্রতিবেশী এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আলবেনিয়ায় প্রয়োজনীয় উদ্ধারকর্মী ও যন্ত্রপাতী পাঠায়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওগের্তা মানাসতিরলিউ বলেন, একাধিক হাসপাতাল, ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র এবং সংশ্লিষ্টদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য অনুসারে মঙ্গলবার ভোরের আগে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছে।

সংবাদ সংস্থাটি জানায়, ভূমিকম্পটির আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে ৩৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ডুরেস অঞ্চলটি এবং তার পাশের থুমানে।

Bootstrap Image Preview